1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে জাহাজজট কমাতে ১৫টি জাহাজ চলাচল বন্ধের উদ্যোগ চায়না দুয়ারী জালে মাছের রেণু ধ্বংস: কালীগঞ্জের নদ-নদী ও বিল বিপন্ন র‌্যাব বিলুপ্তির অঙ্গীকার এনসিপির, আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের ঘোষণা জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১

লা লিগায় নাটকীয় জয়, রিয়াল মাদ্রিদকে ত্রাতা লুকা মদ্রিচ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
ত্রাতা লুকা মদ্রিচ

নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে লা লিগায় বেশ নাটকীয়তার মধ্য দিয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। রিয়াল মাদ্রিদ এদিন শুরুতেই বিপদে পড়েছিল। প্রথমার্ধেই গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা, কিন্তু শেষ মুহূর্তে অভিজ্ঞ লুকা মদ্রিচের নৈপুণ্যে জয় নিশ্চিত করে দলটি।

ম্যাচের প্রথমার্ধেই ২৭ মিনিটে ভ্যালেন্সিয়ার দুরোর গোলে রিয়াল পিছিয়ে পড়ে। গেররার শট ফেরানোর পর ফিরতি বল থেকে দুরো সহজেই গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। গোল শোধের চেষ্টা করলেও রিয়াল কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি এবং পিছিয়ে থেকেই বিরতিতে চলে যায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২ মিনিটে রিয়াল পেনাল্টির সুযোগ পায়। কিলিয়ান এমবাপ্পে ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পান বেলিংহ্যাম। তবে তার শট পোস্টে লেগে ফেরত আসে, যার মাধ্যমে পেনাল্টি থেকে গোল করার প্রথম সুযোগে ব্যর্থ হন তিনি।

এরপর ম্যাচে নাটকীয় মোড় ঘুরে আসে। ৭৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা রিয়ালের জন্য আরও একটি বড় ধাক্কা ছিল। তবে বদলি হিসেবে নেমে লুকা মদ্রিচ ৮৫ মিনিটে বেলিংহ্যামের পাস থেকে গোল করে ম্যাচে সমতা আনেন। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মদ্রিচের পাস থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দেন বেলিংহ্যাম।

এই জয়ে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং বার্সেলোনা ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

রিয়াল মাদ্রিদ এই জয়ের মাধ্যমে নিজেদের শিরোপা প্রত্যাশী হিসেবে অবস্থান শক্ত করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট