1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পল্লবীর দিয়াবাড়িতে পরকীয়ার বলি ছয় মাসের শিশু

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
পল্লবীর দিয়াবাড়িতে পরকীয়ার বলি ছয় মাসের শিশু

রাজধানীর পল্লবীর দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেলের পিলারসংলগ্ন লেকপাড় থেকে ছয় মাস বয়সী শিশুর লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, পরকীয়ার জেরে মা ও তার কথিত প্রেমিক মিলে শিশুটিকে নির্মমভাবে হত্যা করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে শনিবার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘটনায় জড়িত শিশুটির মা ফাতেমা বেগম ও তার প্রেমিক মো. জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, জাফরকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ফাতেমা ও জাফর দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন। ফাতেমার স্বামী কর্মসূত্রে বাসার বাইরে থাকলে তারা একে অপরের সঙ্গে দেখা করতেন। গত ৫ ডিসেম্বর রাতে ফাতেমার বাসায় যান জাফর। তারা অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময় শিশুটি কান্নাকাটি করলে বিরক্ত হয়ে শিশুটিকে হত্যা করার সিদ্ধান্ত নেন।

প্রথমে শিশুটিকে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করা হয়। এরপর বালিশ চাপা দিয়ে এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে বিছানার চাদর দিয়ে লাশ মুড়িয়ে কাপড়ের শপিং ব্যাগের ভেতর ঢোকানো হয়। জাফর সেই ব্যাগটি নিয়ে মেট্রোরেলের একটি পিলারের কাছে ফেলে আসে।

গত ৬ ডিসেম্বর বিকেল সোয়া ৩টার দিকে দিয়াবাড়ির লেকপাড় থেকে একটি ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুর গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

পরে তদন্তে শিশুটির নাম-পরিচয় জানা যায়। গোপন সূত্রে তথ্য পেয়ে শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে পল্লবী এলাকা থেকে শিশুটির মা ফাতেমা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন এবং জাফরের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন। একই রাতে জাফরকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, ফাতেমা ও জাফরের পরিচয় একটি পোশাক কারখানায় কাজ করার সময়। ফাতেমার স্বামী একজন গ্রিল মেকানিক। কর্মসূত্রে তিনি বাসার বাইরে থাকায় ফাতেমা ও জাফরের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।

ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উভয়েই বিবাহিত এবং পল্লবী এলাকায় বসবাস করেন। পরকীয়া সম্পর্কের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। রিমান্ড শেষে আরও তথ্য পাওয়া যাবে।’

শিশু হত্যা মামলার তদন্তে পুলিশ বেশ কিছু আলামত সংগ্রহ করেছে। জাফরের বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ড শেষে হত্যাকাণ্ডের পেছনের আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট