1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

প্রয়াত সাংবাদিক তোফাজ্জল ও সেলিমের মাগফিরাত কামনায় দোয়া

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
বন্দর উপজেলা প্রেসক্লাব

দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন এবং খবর প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) এশার নামাজের পর বন্দর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মরহুম সাংবাদিকদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী।

দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি পাভেল, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান সামিউজ্জামান সৈকতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, অর্থ সম্পাদক অজিত দাস, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রিমন, কার্যনির্বাহী সদস্য শামীম ইসলাম, আবু সুফিয়ান এবং সাংবাদিক টিটু আহমেদও অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া মাহফিল শেষে প্রয়াত সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমের ছেলের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন আবুল কাউছার আশা। তিনি প্রয়াত সেলিমের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

দোয়া মাহফিলে প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন ও আরিফুল ইসলাম সেলিমসহ সব কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করা হয়। উপস্থিত সবাই মরহুমদের আত্মার শান্তি এবং তাদের পরিবারের কল্যাণ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট