1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
গোপালগঞ্জে হত্যা মামলার আসামি রাতে গ্রেফতার সকালে পালানোর অভিযোগ - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

গোপালগঞ্জে হত্যা মামলার আসামি রাতে গ্রেফতার সকালে পালানোর অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
আটক এর প্রতিকি ছবি

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আটক থাকা এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। থানা থেকে আসামি পালানোর ঘটনা জানাজানি হলে স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পালিয়ে যাওয়া আসামির নাম হৃদয় শেখ (২৫)। তিনি মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের বাসিন্দা।

মুকসুদপুর থানার ওসি জানান, ২০২৪ সালে আকাশ মাতুব্বর নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় হৃদয় শেখকে গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে গ্রেপ্তার করা হয়। হত্যার ঘটনায় তাঁকে সন্দেহভাজন হিসেবে দীর্ঘদিন খোঁজা হচ্ছিল। তবে বুধবার সকালে তিনি থানা থেকে পালিয়ে যান।

থানা থেকে আসামি পালানোর ঘটনা সম্পর্কে ওসি মোস্তফা কামাল বলেন, ‘আকাশ মাতুব্বর হত্যা মামলায় হৃদয় শেখ জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সকালে তিনি থানার হেফাজত থেকে পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

আকাশ মাতুব্বর হত্যার ঘটনায় বাদী ও নিহতের বাবা শাহ আলম মাতুব্বর এ ঘটনার জন্য পুলিশকে দায়ী করে বলেন, ‘আমার ছেলেকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, হত্যার সঙ্গে হৃদয় শেখ জড়িত। কিন্তু দীর্ঘদিনেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। আমি নিজে খোঁজ নিয়ে পুলিশকে হৃদয়ের অবস্থান জানাই। পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও সকালে কীভাবে তিনি থানার ভেতর থেকে পালিয়ে গেলেন? এটা কি পুলিশের দায়িত্বে অবহেলা নয়?’

মামলার তদন্তকারী কর্মকর্তা শামিম আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

থানার ভেতর থেকে হত্যা মামলার আসামির পালানোর ঘটনায় পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অনেকেই মনে করছেন, এ ধরনের গাফিলতি পুলিশের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতার ইঙ্গিত দেয়।

আকাশ মাতুব্বর হত্যাকাণ্ড মুকসুদপুর এলাকায় আলোচিত একটি ঘটনা। এই মামলায় গুরুত্বপূর্ণ আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা এবং নিরাপত্তাব্যবস্থার ঘাটতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা কী ব্যবস্থা নেন, তা নিয়ে স্থানীয়রা অপেক্ষা করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট