1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
অন্তবর্তীকালীন সরকার নিয়ে ষড়যন্ত্র চলছে..... আব্দুস সালাম আজাদ - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

অন্তবর্তীকালীন সরকার নিয়ে ষড়যন্ত্র চলছে….. আব্দুস সালাম আজাদ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
আব্দুস সালাম আজাদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। দেশের গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তিনি অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “ষড়যন্ত্রের বিকল্প জবাব হলো নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।”

শনিবার বিকেলে জেলার কনকসার, কুমারভোগ, হলদিয়া, বেজগাঁও ও মেদিনীমণ্ডল ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১৫০০-এর বেশি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এসব কথা বলেন।

তিনি বলেন, “বর্তমান সরকারকে দ্রুত নির্বাচনের উদ্যোগ নিতে হবে। ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি। দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেতে চায় এবং সেই অধিকার ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর। তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সেই ঐক্যের শক্তিতে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছে। জনগণ এখন নির্বাচন চায়। “আমার বিশ্বাস, অন্তবর্তীকালীন সরকারের অধীনেই একটি সুষ্ঠু ও সফল নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের মানুষ অংশগ্রহণ করবে এবং কেন্দ্রে গিয়ে ভোট দেবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সরকারের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের পক্ষে থেকে আন্দোলন করেছে এবং আগামী দিনেও করবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং মানুষের অধিকার নিশ্চিত করতে বিএনপি নিরলস কাজ করে যাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার কনকসার, কুমারভোগ, হলদিয়া, বেজগাঁও ও মেদিনীমণ্ডল ইউনিয়নে ১৫০০-এর বেশি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে শীতার্তরা তাদের প্রতি বিএনপির সহমর্মিতা এবং দুঃসময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “দেশের রাজনৈতিক অঙ্গনে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবিলার একমাত্র উপায় হলো নির্বাচন। দেশের জনগণই একমাত্র শক্তি, যারা ষড়যন্ত্রের জবাব দিতে পারে।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করেছে। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকেও আমরা ব্যাপক সমর্থন পাচ্ছি। দেশের অর্থনীতি, রাজনীতি এবং সমাজব্যবস্থার উন্নয়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলু। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি খুব শিগগিরই গণতন্ত্র পুনরুদ্ধার করবে। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম মানুষের প্রতি বিএনপির দায়বদ্ধতার একটি প্রমাণ।”

কসার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ কামাল ঢালী বলেন, “বিএনপির নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে। আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।”

মুক্তিযোদ্ধা আরমান হোসেন খান পান্নু বলেন, “যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা কখনোই গণতন্ত্রহীনতা মেনে নেবে না। দেশের মানুষের অধিকার পুনরুদ্ধার করতে বিএনপির প্রতিটি নেতাকর্মী কাজ করে যাচ্ছে।”

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আ: সালাম মোল্লা বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতৃত্ব আরও শক্তিশালী হচ্ছে। আমরা বিশ্বাস করি, দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।”

এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ তার বক্তব্যে বলেন, “আমরা গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছি। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিএনপির লক্ষ্য হলো দেশের মানুষের অধিকার রক্ষা করা এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা।”

তিনি আরও বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। আমাদের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে রয়েছে এবং আগামী দিনেও থাকবে। দেশের অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দলের নেতারা সরকারের প্রতি দ্রুত নির্বাচনের আহ্বান জানান। তাঁরা বলেন, অন্তবর্তীকালীন সরকারের অধীনেই একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। সেই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দ্রুত নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপির নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট