1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

কনকনে শীতে ‘বোকা পরিবার’ এর চার অভিনেতা পুকুরে

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
শীতে পানিতে নেমে শুটিং করতে হয়েছে এজাজুল ইসলাম, মীর সাব্বির, আরফান আহমেদ ও আলমগীর
শীতে পানিতে নেমে শুটিং করতে হয়েছে এজাজুল ইসলাম, মীর সাব্বির, আরফান আহমেদ ও আলমগীর। ছবি: সংগৃহীত

গাজীপুরের পুবাইলে শীতের সকালে হালকা কুয়াশার মধ্যে চলছিল ‘বোকা পরিবার’ নাটকের শুটিং। দৃশ্যটি ছিল পুকুরের পানিতে। কনকনে ঠান্ডা পানি ও কচুরিপানার মধ্যে দীর্ঘ সময় শুটিং করা ছিল বড় চ্যালেঞ্জ। তবে পেশাদারিত্বের জায়গায় কোনো ছাড় দেননি অভিনয়শিল্পী ও নির্মাতা দল।

পরিচালক সৈয়দ শাকিল জানান, দৃশ্যটি শুটিং নিয়ে তিনি চিন্তিত ছিলেন। কারণ, শহরের বাসিন্দা হওয়ায় অভিনেতাদের গ্রামের পুকুরে কাজ করার অভিজ্ঞতা ছিল কম। তার ওপর পুকুরে ছিল কচুরিপানা, যা এলার্জির ঝুঁকি তৈরি করতে পারত। শীতে পানিতে নেমে দড়ি বাঁধা অবস্থায় শুটিং করতে হয়েছে এজাজুল ইসলাম, মীর সাব্বির, আরফান আহমেদ ও আলমগীরকে।

পরিচালক বলেন, ‘অভিনয়শিল্পীরা সহযোগিতা না করলে শুটিং করা সম্ভব হতো না। এই শীতে দুই ঘণ্টার বেশি সময় পানিতে কাজ করা সহজ ছিল না। তাঁদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের কারণে দৃশ্যটি শুট করা গেছে।’

‘বোকা পরিবার’ নাটকের গল্প রচনা করেছেন ফজলুল হক। এটি একটি গ্রামের সহজ–সরল পরিবারের সদস্যদের নিয়ে। নাটকের চরিত্রগুলো নিজেদের বোকামি দিয়ে নানা জটিলতায় পড়ে। তাদের মজার সব ঘটনা ও শিক্ষণীয় দিকগুলো নাটকে তুলে ধরা হয়েছে।

নাটকের এক পর্যায়ে পাঁচ টাকার জুয়া খেলার কারণে চার যুবক পুলিশের হাতে ধরা পড়ে। পালানোর চেষ্টায় পুকুরে নামে তারা, কিন্তু হাত বাঁধা থাকায় সুবিধা করতে পারে না।

‘বোকা পরিবার’ নাটকটি আরটিভিতে প্রচারিত হচ্ছে। এটি শুক্র থেকে রোববার পর্যন্ত নিয়মিত দেখা যাবে। এতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, তাহমিনা মৌ, নাদিয়া আহমেদ, সাজু খাদেম, শিরিন আলম, মাইমা আলম, রিমি করিমসহ অনেকে।

পরিচালক সৈয়দ শাকিল জানান, নাটকটি সচেতনতার সঙ্গে তৈরি করা হয়েছে এবং দর্শক ইতিবাচকভাবে গ্রহণ করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট