1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা

লুটেরারা দেশের ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে: ডা. শফিকুর রহমান

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, ‘‘দেশের উন্নয়নকে ফ্যাসিস্ট সরকার লুটেরাদের হাতে তুলে দিয়েছিল। এই সুযোগে লুটেরারা দেশের ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে। দেশকে না গড়ে বিদেশের মাটিতে গড়ে তুলেছেন বেগম পাড়া।’’

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে আরও বলেন, ‘‘দেশের অর্থনীতির অবস্থা শুধু খারাপ হয়নি, নির্বাচন ব্যবস্থা থেকেও স্বচ্ছতা হারিয়ে গেছে। ২০১৪ সালে নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছিল এবং ২০১৮ সালে সরকার মধ্যরাতের নির্বাচন আয়োজন করেছিল। এখন ২০২৪ সালে এসে ডামি নির্বাচন করা হচ্ছে।’’ তিনি সরকারের সমালোচনা করে আরও বলেন, ‘‘এই ধ্বংসাত্মক পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং একটি শুদ্ধ সমাজ গঠন করতে হবে।’’

তিনি বলেন, ‘‘আমরা এমন একটি সমাজ চাই যেখানে দুঃশাসন ও দুর্নীতি থাকবে না। দুঃশাসন ও দুর্নীতি একে অপরের গভীর বন্ধু। যেখানে দুঃশাসন ও দুর্নীতি, সেখানে মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।’’ ডা. শফিকুর রহমান সোজা জানিয়ে দেন, ‘‘আমরা একটি মানবিক, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ চাই এবং এই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’’ তিনি দৃঢ়ভাবে বলেন, ‘‘রক্তচক্ষু আমাদের কোনও ভাবেই থামাতে পারবে না।’’

জেলা জামায়াতের আমির রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুষ্টিয়া এবং যশোর অঞ্চল প্রধান মো. মোবারক হোসাইন এবং মাগুরা জেলা আমীর এমবি বাকের।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল হক মালিক, নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল, মো. আব্দুল কাদের, জেলার দলিত পরিষদ নেতা শোভন দাস, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম অর্ক, ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ এবং শহীদ শুভর পিতা মো. আবু সাঈদ মন্ডলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনটি একটি শক্তিশালী রাজনৈতিক আলোচনা হয়ে ওঠে যেখানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। ডা. শফিকুর রহমানের বক্তব্য ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতি আন্দোলন ও সরকারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তুলে ধরে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট