মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নোমান আহমদ (৩৫) নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাড্ডা বাজারে এই মর্মান্তিক হামলার শিকার হন তিনি।
নোমান আহমদ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড্ডা বাজারে অবস্থানকালে নোমানের ওপর দুই যুবক অতর্কিতে ছুরি নিয়ে হামলা চালায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন নোমানকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ বলেন, নোমান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের বিচারের আওতায় আনতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।