
খুলনার দিঘলিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলাম বলেন, নগর ঘাটা ফেরির অতিরিক্ত টোল বন্ধে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনার মাধ্যমে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে । স্কুল কলেজ চলাকালীন সময়ে কোন প্রকার আড্ডা না হয় সেজন্য অভিভাবক সহ সকলের প্রতি আহ্বান জানান এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম নগরঘাটা খেয়াঘাটে অতিরিক্ত টোল বন্ধ এবং ইজারাদারের প্রতিনিধির চাঁদাবাজি বন্ধের বিষয় আইন প্রয়োগকারী সংস্থা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিষয়টি উত্থাপন করেন।
খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, ,উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুবুল আলম , দিঘলিয়া থানা প্রতিনিধি এস আই প্রকাশ , দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপি প্যানেল চেয়ারম্যান আকবর আলী, বারাকপুর ইউপি প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম।
উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা , উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ ,উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান ,প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার , সরকারি দিঘলিয়া এম এ মজিদ ডিগ্ৰী কলেজ এর প্রভাষক আজাদুর রহমান, সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, আসমা সারোয়ার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুসফিকুর রহমান, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, খানজাহান আলী থানার প্রতিনিধি মিজানুর রহমান, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে একই স্থানে তারুণ্যের উৎসব ও ভূমি সেবা বিষয় কুইজ প্রতিযোগিতা বেলা ১২ টায় উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
Like this:
Like Loading...
Related