নথিপত্রহীন অভিবাসীদের হাতকড়া পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর ঘটনায় ব্রাজিলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এই পরিস্থিতিতে গতকাল সোমবার ব্রাসিলিয়ায় নিযুক্ত এক জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিককে তলব করেছে ব্রাজিল সরকার।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর শর্তাবলী নিয়ে আলোচনার জন্য মার্কিন কূটনীতিক গ্যাব্রিয়েল এসকোবারকে তলব করা হয়। গ্যাব্রিয়েল ব্রাসিলিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদধারী কূটনীতিক। তিনি ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ব্রাজিল সরকারের দাবি, অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সম্মানজনক ও গ্রহণযোগ্য শর্তাবলী থাকতে হবে।
সম্প্রতি, যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলের অভিবাসীদের ফেরত পাঠাতে সামরিক উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে। শুক্রবার ৮৮ জন ব্রাজিলিয়ান অভিবাসীকে নিয়ে একটি বিশেষ ফ্লাইট ব্রাজিলে পৌঁছায়। এ ফ্লাইটে ১৬ জন মার্কিন নিরাপত্তাকর্মী ও ৮ জন এয়ার ক্রু ছিলেন।
অভিবাসীরা জানান, তাঁদের সঙ্গে অপমানজনক আচরণ করা হয়েছে। হাতকড়া পরা অবস্থায় তাঁদের শৌচাগারে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং পানীয় জল পর্যন্ত সরবরাহ করা হয়নি। বিষয়টি নিয়ে ব্রাজিল সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে।
২০২১ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে প্রথমবারের মতো নথিপত্রহীন ব্রাজিলিয়ান অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
ব্রাজিলের ফেডারেল পুলিশ জানিয়েছে, শুক্রবার ব্রাজিলে আসা অভিবাসীদের ফ্লাইটটি ছিল ট্রাম্প প্রশাসনের নীতির একটি কার্যকর উদাহরণ। অভিবাসীদের সঙ্গে আচরণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ব্রাজিলের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ব্রাজিলের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, মার্কিন-ব্রাজিল সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ব্রাজিল সরকার কূটনৈতিক বৈঠকের আয়োজন করে। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।
ব্রাজিল সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের আচরণ আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আরও আলোচনার প্রয়োজন বলে মনে করছে ব্রাজিল।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র থেকে ৮৮ জন ব্রাজিলিয়ানকে বিতাড়ন, সামরিক উড়োজাহাজ ব্যবহার, অপমানজনক আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, ব্রাজিলের পক্ষ থেকে মার্কিন কূটনীতিক তলব, এই ঘটনার ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও আলোচনার দিকে অগ্রসর হতে পারে।