1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাকসু নির্বাচনে ফারুকীর মন্তব্য: ‘ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ’ গোয়ালন্দে মাজার হামলা ও লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় গ্রেপ্তার ১৮ ফরিদপুরে আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা পিরোজপুরে মাসুদ সাঈদীর শিক্ষক-শিক্ষার্থী সাথে মতবিনিময় ও গণসংযোগ কালীগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে বোনের জমির গাছ কেটে বিক্রির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে এক ডজনেরও বেশি আইনজীবী বরখাস্ত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে এক ডজনেরও বেশি আইনজীবী বরখাস্ত

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কর্মরত এক ডজনের বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন। এসব আইনজীবী ট্রাম্পের বিরুদ্ধে চলমান দুটি ফৌজদারি মামলার তদন্তে যুক্ত ছিলেন। তদন্তগুলো ছিল ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন নথি সরানোর অভিযোগ এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পরিবর্তন করার চেষ্টার অভিযোগ সংক্রান্ত। বরখাস্ত হওয়া আইনজীবীরা সাবেক বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের নেতৃত্বে তদন্ত কাজ করছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা জানান, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি সিদ্ধান্তে পৌঁছান যে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই তদন্তে আইনজীবীদের ভূমিকা খুবই তাৎক্ষণ্যপূর্ণ, ফলে তাদের আর প্রশাসনের বিশ্বস্ততার সঙ্গে কাজ করার উপযুক্ততা নেই। এই সিদ্ধান্তের পরপরই আইনজীবীদের বরখাস্ত করা হয়।

এতে, ২০২২ সালে ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা তদন্তের জন্য জ্যাক স্মিথকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি হুমকি দিয়েছিলেন যে, শপথ নেওয়ার পর তিনি স্মিথকে সরিয়ে দেবেন। যদিও স্মিথ শপথ গ্রহণের আগেই পদত্যাগ করেন।

এখন পর্যন্ত এই তদন্তে যাদের বরখাস্ত করা হয়েছে, তাদের অনেকেরই দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের অধীনে আইন প্রয়োগ ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত মামলায়। তবে বরখাস্ত হওয়া আইনজীবীদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। বরখাস্তের পর ওই আইনজীবীরা একটি চিঠি পেয়েছেন, যাতে বলা হয়েছে, তাদের ভূমিকা বিচার বিভাগের কাজে তাদের আর উপযুক্ত করে তুলছে না।

গত বছরের নভেম্বরে ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর, এই দুটি মামলার কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছিল, কারণ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিধিবিধান অনুযায়ী, ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা পরিচালনার অনুমতি দেওয়া হয় না।

এদিকে, ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত চলছেই, কিন্তু ট্রাম্প বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট