1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ সমাপ্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সহায়ক কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান। এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, ইফতি হাসান ইমরান এবং দুরদানা রহমান উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি।

গত রবিবার থেকে শুরু হওয়া এই তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। কর্মশালায় আদালতের সহায়ক কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন দিক নির্দেশনা ও কর্মমুখী শিক্ষা প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে আদালতের কর্মচারীদের মাঝে কর্মদক্ষতার পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি কাজী আবদুল হান্নান কর্মচারীদের উদ্দেশ্যে আদালতে আগত বিচার প্রার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন।

আদালতের নেজারত বিভাগের নাজির মো. আবু হানিফ জানান, কর্মদক্ষতা বৃদ্ধির এই প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ কর্মচারীদের পেশাগত দক্ষতা ও কাজের মান উন্নয়নে সহায়ক হবে।

এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আদালতের কর্মচারীরা নতুন দিক নির্দেশনা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। এতে বিচার প্রার্থীদের সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট