1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

কাহারোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগির খাদ্য বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
কাহারোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগির খাদ্য বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা।

দিনাজপুরের কাহারোলে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গত ২৯ জানুয়ারি ২০২৫, বুধবার উপজেলার ৬টি ইউনিয়নের ১৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সুফলভোগী পরিবারের মাঝে ৫০ কেজি করে মুরগির খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, যা স্থানীয় ক্ষুদ্র খামারিদের আত্মনির্ভরশীল করতে সহায়তা করবে।

মুরগির খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আসাদুজ্জামান শুভ।

এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের পোলট্রি খামার গড়ে তোলার সুযোগ তৈরি হবে, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের এই কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে।

বিনামূল্যে মুরগির খাদ্য বিতরণ কর্মসূচির মাধ্যমে কাহারোল উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট