1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

আশাশুনিতে বিএনপির ইউনিয়ন কমিটির সম্মেলনে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
বিএনপি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বেউলা সাইক্লোন সেন্টার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধহাটা ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করেন উপজেলা বিএনপির এক পক্ষের সদস্য সচিব মশিউল হুদা তুহিন। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হলে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির আরেক পক্ষের আহ্বায়ক আসিফুর রহমান তুহিনের সমর্থকরা সম্মেলনস্থলে আসেন। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামে এবং সম্মেলনস্থল থেকে সবাইকে সরিয়ে দেয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেউলা সাইক্লোন শেল্টার মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়, যা সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ঘটনাস্থলে উপস্থিত থেকে ১৪৪ ধারা জারি করেছেন। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন আছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট