1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কামরাঙ্গীচরে মুসল্লিদের বাধায় অপু বিশ্বাসের অনুষ্ঠান বাতিল - RT BD NEWS
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বিদেশে চিকিৎসা খরচ সর্বোচ্চ ১৫ হাজার ডলার: বাংলাদেশ ব্যাংক অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব

কামরাঙ্গীচরে মুসল্লিদের বাধায় অপু বিশ্বাসের অনুষ্ঠান বাতিল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
অপু বিশ্বাস

চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী ও টাঙ্গাইলে পরীমণির পর এবার ঢাকার মধ্যেই স্থানীয় মুসল্লিদের আপত্তির মুখে বাতিল করা হলো চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি অনুষ্ঠান। ঢাকার কামরাঙ্গীচরে রেস্তোরাঁ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা থাকলেও, স্থানীয়দের প্রতিবাদের কারণে সেটি সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীচরের ‘সোনার থালা’ নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে অপু বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে স্থানীয় মুসল্লিরা বিষয়টি জানার পর আপত্তি জানান এবং কামরাঙ্গীচর থানায় অভিযোগ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে আয়োজকরা অপুকে বাদ দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘অনুষ্ঠানটি হয়নি, কারণ স্থানীয় হুজুরেরা আপত্তি করেছিলেন। তাই অপু বিশ্বাসকে আনেনি রেস্তোরাঁ কর্তৃপক্ষ।’

পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, ‘স্থানীয় মুসল্লিরা এসে অভিযোগ জানালে থানা থেকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তারা অপুকে বাদ দিয়ে উদ্বোধন সম্পন্ন করেন।’

একটি ভিডিও বার্তায় স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘অপু বিশ্বাসকে এনে উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল। মুসল্লি ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেছে। এলাকার ওলামায়ে কেরাম এ বিষয়ে আপত্তি জানিয়ে বলেছেন, এই এলাকায় নায়িকা-নর্তকিদের এনে এমন আয়োজন করা ঠিক হবে না।’

এর আগে ২৫ জানুয়ারি টাঙ্গাইলে এক শোরুম উদ্বোধনের কথা ছিল পরীমণির। সেখানেও স্থানীয় মুসল্লিদের বাধায় অনুষ্ঠান স্থগিত হয়। পরীমণি এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানালেও অপু বিশ্বাস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট