1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
র‌্যাব বিলুপ্তির অঙ্গীকার এনসিপির, আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের ঘোষণা জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ

জামালপুরে শিল্প ও পণ্য মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
শিল্প ও পণ্য মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ

জামালপুর শহরের পুরাতন পুলিশ লাইন মাঠে বসেছে এই মেলা। বিকাল থেকে নানা স্থান থেকে সেখানে ছুটে আসে মানুষ। আশপাশের পীচঢালা রাস্তা ধরে এগিয়ে চলা নারী, শিশুসহ বিভিন্ন বয়সী অধিকাংশ মানুষের গন্তব্য এই মিলনমেলা। এটিকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবের আমেজ বইছে।

আয়োজনের কোনো কমতি নেই এই মেলায়। ৩০ দিনব্যাপী এই মেলায় নানা মিষ্টিজাতীয় খাবার, শিশুদের খেলনাসহ নানা পণ্যের পসরা সাজানো হয়েছে। মেলা আয়োজনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়।

প্রতিদিন দুপুরের পর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে ভিড় জমায়। সন্ধ্যার পর মেলায় তিল ধারণের ঠাঁই থাকে না। উপজেলার বিভিন্ন এলাকা থেকেও মেলার উৎসবে সামিল হয়ে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটে আসেন। তারাই আসলে মেলাটির মূল ক্রেতা ও দর্শনার্থী। এ ছাড়া জামালপুর শহর, মেলান্দহ, ইসলামপুর উপজেলার দর্শনার্থীরাও এই মেলায় অংশ নেন।

মেলায় গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সের মানুষের ঢল নেমেছে। মিষ্টিজাতীয় খাবার, বিভিন্ন ধরনের পিঠা, মিঠাই-মিষ্টান্নসহ চটপটি-ফুচকা থেকে মুখরোচক নানা পদের খাবারের দোকানও আছে। এছাড়াও বিভিন্ন ধরনের মুখরোচক আচারের দোকান রয়েছে, যেখানে উপচে পড়া ভিড়। খাবারের দোকানগুলোতেও ভালো বেচাকেনা হচ্ছে বলে জানান দোকানদাররা।

শিশুদের খেলনাসহ নানা পণ্যের দোকানও বসেছে মেলায়। এছাড়া মেলায় প্রসাধনী, খাবার, খেলনা, পোষাকের দোকানসহ বিভিন্ন ধরনের তিন শতাধিক দোকান রয়েছে। প্রতিটি দোকানেও বেশ ভালো বেচাকেনা হচ্ছে বলে জানান দোকানদাররা।

শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চরকি, দোলনা সহ নানা আয়োজন। প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। শিশুদের সঙ্গে বড়রাও এসব আয়োজন উপভোগ করছেন সমানতালে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট