1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

জামালপুরে শিল্প ও পণ্য মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
শিল্প ও পণ্য মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ

জামালপুর শহরের পুরাতন পুলিশ লাইন মাঠে বসেছে এই মেলা। বিকাল থেকে নানা স্থান থেকে সেখানে ছুটে আসে মানুষ। আশপাশের পীচঢালা রাস্তা ধরে এগিয়ে চলা নারী, শিশুসহ বিভিন্ন বয়সী অধিকাংশ মানুষের গন্তব্য এই মিলনমেলা। এটিকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবের আমেজ বইছে।

আয়োজনের কোনো কমতি নেই এই মেলায়। ৩০ দিনব্যাপী এই মেলায় নানা মিষ্টিজাতীয় খাবার, শিশুদের খেলনাসহ নানা পণ্যের পসরা সাজানো হয়েছে। মেলা আয়োজনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়।

প্রতিদিন দুপুরের পর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে ভিড় জমায়। সন্ধ্যার পর মেলায় তিল ধারণের ঠাঁই থাকে না। উপজেলার বিভিন্ন এলাকা থেকেও মেলার উৎসবে সামিল হয়ে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটে আসেন। তারাই আসলে মেলাটির মূল ক্রেতা ও দর্শনার্থী। এ ছাড়া জামালপুর শহর, মেলান্দহ, ইসলামপুর উপজেলার দর্শনার্থীরাও এই মেলায় অংশ নেন।

মেলায় গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সের মানুষের ঢল নেমেছে। মিষ্টিজাতীয় খাবার, বিভিন্ন ধরনের পিঠা, মিঠাই-মিষ্টান্নসহ চটপটি-ফুচকা থেকে মুখরোচক নানা পদের খাবারের দোকানও আছে। এছাড়াও বিভিন্ন ধরনের মুখরোচক আচারের দোকান রয়েছে, যেখানে উপচে পড়া ভিড়। খাবারের দোকানগুলোতেও ভালো বেচাকেনা হচ্ছে বলে জানান দোকানদাররা।

শিশুদের খেলনাসহ নানা পণ্যের দোকানও বসেছে মেলায়। এছাড়া মেলায় প্রসাধনী, খাবার, খেলনা, পোষাকের দোকানসহ বিভিন্ন ধরনের তিন শতাধিক দোকান রয়েছে। প্রতিটি দোকানেও বেশ ভালো বেচাকেনা হচ্ছে বলে জানান দোকানদাররা।

শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চরকি, দোলনা সহ নানা আয়োজন। প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। শিশুদের সঙ্গে বড়রাও এসব আয়োজন উপভোগ করছেন সমানতালে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট