দিনাজপুরের কাহারোল উপজেলায় শিল্পকলা একাডেমির ২০২৫ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও কাহারোল সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষক ও শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করে শিল্পচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং একাডেমির ধারাবাহিক উন্নয়নের জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানান।