দিনাজপুরের কাহারোলে ধর্মীয় ভাবগম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়, যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই দিন থেকেই ঋতুরাজ বসন্তের সূচনা হয়।
কাহারোল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও পারিবারিকভাবে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা বিদ্যার দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় নিষ্ঠার সঙ্গে পূজায় অংশগ্রহণ করেন এবং ব্যাকুলভাবে প্রার্থনা করেন।
এ উপলক্ষে বিভিন্ন মন্ডপে প্রতিমা স্থাপন, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজা উপলক্ষে মন্ডপগুলোকে নান্দনিকভাবে সাজানো হয় এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে সবার প্রতি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
এমন আয়োজনে এলাকার হিন্দু ধর্মাবলম্বী জনগণের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। ধর্মীয় ভাবগম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই পূজা সকলের অংশগ্রহণে আরও মহিমান্বিত হয়ে ওঠে।