1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক গ্রেপ্তার

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

সরিষাবাড়ীতে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের চাচাতো ভাই আশরাফুল আলম মানিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যায় জামালপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিকের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ ছাত্রদের ওপর হামলাসহ নাশকতার মামলা রয়েছে।

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পলিশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনের ছেলে আশরাফুল আলম মানিক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জানা যায়, আশরাফুল আলম মানিক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ভাই পরিচয়ে গড়ে তোলেন তার নিজস্ব বাহিনী। এরপর থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ বাগিয়ে নেন। উপজেলার অনেক পরীক্ষিত নেতাকে পিছনে ফেলে তার এই দলীয় পদ পাবার পিছনে ভাই আব্দুর রাজ্জাকের প্রভাব ছিল। এরপর একের পর এক নিজের জায়গা করে নেন এই মানিক। ভাইয়ের আশীর্বাদে অঢেল অর্থের মালিকও হন।

সাবেক বিতর্কিত প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের প্রধান হাতিয়ার আশরাফুল আলম মানিকের নিয়ন্ত্রণে চলেছে যমুনা সারকারখানা। মানিক যমুনা সারকারখানা টেন্ডারবাজিসহ নানা সুবিধা নিতে কব্জা করেন বাস ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদ। এরপর তার দাপট চলে পুরো জেলা জুড়ে। সে সময় মানিক গাড়ি বাড়িসহ কোটি টাকার মালিক হয়েছেন। মন্ত্রীর ভাই পরিচয়ে নিয়ন্ত্রণ করেন জেলা খাদ্য অফিসসহ খাদ্য গুদাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার মামলা রয়েছে। এ অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জামালপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন, আশরাফুল আলম মানিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে। রোববার সন্ধ্যায় জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট