1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
র‌্যাব বিলুপ্তির অঙ্গীকার এনসিপির, আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের ঘোষণা জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ

সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক গ্রেপ্তার

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

সরিষাবাড়ীতে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের চাচাতো ভাই আশরাফুল আলম মানিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যায় জামালপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিকের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ ছাত্রদের ওপর হামলাসহ নাশকতার মামলা রয়েছে।

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পলিশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনের ছেলে আশরাফুল আলম মানিক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জানা যায়, আশরাফুল আলম মানিক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ভাই পরিচয়ে গড়ে তোলেন তার নিজস্ব বাহিনী। এরপর থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ বাগিয়ে নেন। উপজেলার অনেক পরীক্ষিত নেতাকে পিছনে ফেলে তার এই দলীয় পদ পাবার পিছনে ভাই আব্দুর রাজ্জাকের প্রভাব ছিল। এরপর একের পর এক নিজের জায়গা করে নেন এই মানিক। ভাইয়ের আশীর্বাদে অঢেল অর্থের মালিকও হন।

সাবেক বিতর্কিত প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের প্রধান হাতিয়ার আশরাফুল আলম মানিকের নিয়ন্ত্রণে চলেছে যমুনা সারকারখানা। মানিক যমুনা সারকারখানা টেন্ডারবাজিসহ নানা সুবিধা নিতে কব্জা করেন বাস ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদ। এরপর তার দাপট চলে পুরো জেলা জুড়ে। সে সময় মানিক গাড়ি বাড়িসহ কোটি টাকার মালিক হয়েছেন। মন্ত্রীর ভাই পরিচয়ে নিয়ন্ত্রণ করেন জেলা খাদ্য অফিসসহ খাদ্য গুদাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার মামলা রয়েছে। এ অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জামালপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন, আশরাফুল আলম মানিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে। রোববার সন্ধ্যায় জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট