1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর নিয়মিত অভিযান সাজাপ্রাপ্ত পলাতক সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার এশিয়া কাপ ২০২৫: ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি ঝিনাইদহে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র‍্যালি যশোরে কৃষক দলের সাধারণ সম্পাদক হিরন শিকদারকে হত্যাচেষ্টা ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: আশঙ্কা উপদেষ্টা মাহফুজ ঝিকরগাছায় সাংবাদিক বাবুর বিরুদ্ধে অপপ্রচারে ৫ কোটি টাকার মানহানি মামলা মেদভেদেভের মন্তব্যে ক্ষুব্ধ ট্রাম্প, পরমাণু সাবমেরিন মোতায়েনের ঘোষণা ইন্দুরকানীতে চুরির সন্দেহে মুদি দোকানদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন শেষ, ৮০টি দল জমা দিল নথি

জামালপুর তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

দেশ বদলাই, পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রেলি আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত। জামালপুর জেলা প্রশাসনের সামনে থেকে রেলি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

রেলী শেষে অফিসে সামনে এক আলোচনা সভা করা হয় এবং তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে প্রদর্শনী মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি মোখতার আহমেদ।

জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইফতেখার ইউনুস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। তিনি তারুণ্যের উৎসব উপলক্ষে প্রদর্শনী মেলার উদ্বোধনী ঘোষনা করেন। প্রধান অতিথি মুক্তার আহমেদ বলেন, তরুণরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের বুক থেকে জগদ্দল পাথর কে সরিয়েছে।দেশ থেকে ফ্যাসিবাদ সরকারকে বিদায় করেছে। তরুণ রায় জাতির ভবিষ্যৎ তারাই পারে দেশ ও জাতিকে বদলে দিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জেলা কমিটির আহবায়ক মীর এখলাছ বলেন, উচ্চশিক্ষার প্রতি গুরুত্ব কম দিয়ে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে, বেকার সমস্যার সমাধান করতে হবে বেশি বেশি কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে তাহলে দেশের উন্নতি সম্ভব। প্রধান অতিথি মীর এখলাসের বক্তব্যকে স্বাগত জানান এবং তার দাবিগুলো গ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম তিনি জেলা প্রশাসন কর্তৃক জামালপুরের সকল উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন। পরবর্তীতে কি করণীয় সে সম্পর্কেও তিনি সংক্ষিপ্ত আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: তানভীর হায়দার মহোদয়। জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহিদ পিংকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ছানোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব সাইফুল ইসলাম খান, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো: মাহবুবুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের প্রশাসকগন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট