1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর নিয়মিত অভিযান সাজাপ্রাপ্ত পলাতক সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার এশিয়া কাপ ২০২৫: ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি ঝিনাইদহে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র‍্যালি যশোরে কৃষক দলের সাধারণ সম্পাদক হিরন শিকদারকে হত্যাচেষ্টা ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: আশঙ্কা উপদেষ্টা মাহফুজ ঝিকরগাছায় সাংবাদিক বাবুর বিরুদ্ধে অপপ্রচারে ৫ কোটি টাকার মানহানি মামলা মেদভেদেভের মন্তব্যে ক্ষুব্ধ ট্রাম্প, পরমাণু সাবমেরিন মোতায়েনের ঘোষণা ইন্দুরকানীতে চুরির সন্দেহে মুদি দোকানদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন শেষ, ৮০টি দল জমা দিল নথি

জুলাই-আগস্টে গণহত্যা: বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
জুলাই-আগস্টে গণহত্যা

জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা গণঅধিকার পরিষদ-জিওপি এই কর্মসুচির আয়োজন করে।

দুপুরে শহরের দয়াময়ী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা গণঅধিকার পরিষদ। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ও ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসররা গণহত্যা শুরু করে, যা ৫ই আগষ্ট পর্যন্ত চলতে থাকে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোরসরা এখনো প্রকাশ্যে রয়েছে। তাই তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করায় এ সময় শহরের যানজট সৃষ্টি হয়। পরে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট