1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জামালপুরে জরাজীর্ণ বাঁশ-কাঠের সেতু, চরম ভোগান্তিতে স্থানীয়রা

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

জামালপুর প্রতিনিধি: জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পূর্ব পাশে মরা ব্রহ্মপুত্র নদের ওপর বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত সেতুটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় এক যুগ আগে স্থানীয়দের উদ্যোগে মাত্র দুই লাখ টাকা ব্যয়ে তৈরি করা এ সেতুর পাটাতন ও খুঁটিগুলো এখন নড়বড়ে হয়ে গেছে। এরপরও ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো মানুষ এ সেতু পারাপার হচ্ছেন।

স্থানীয়রা জানান, নাওভাংগা এলাকায় একটি পাকা সেতু নির্মাণের দাবি তারা বহু বছর ধরে জানিয়ে আসছেন। কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরেজমিনে দেখা যায়, সেতুর কাঠের পাটাতন পচে গেছে এবং খুঁটিগুলো নড়বড়ে হয়ে পড়েছে। প্রতিদিন রোগী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এ সেতু দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

জেনারেল হাসপাতালের ইমাম হাফেজ মাওলানা আল-আমিন বিন হাবিব বলেন, “আমাদের কর্মস্থল সেতুর অপর পাশে হলেও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ ভাঙা সেতু পার হতে হয়। বর্তমানে সেতুর অবস্থা অত্যন্ত নাজুক।”

কৃষক শামীম বলেন, “নাওভাংগা চরে আমরা অনেক ফসল আবাদ করি। কিন্তু একটি পাকা সেতুর অভাবে সঠিক সময়ে ফসল বাজারজাত করতে পারি না। রোগী ও তাদের স্বজনরাও চরম ভোগান্তির শিকার হন। তাই দ্রুত এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।”

হোটেল ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বাবুল বলেন, “আমরা ব্যবসায়ী ও চরবাসী বহুদিন ধরে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছি। বিগত সরকারের আমলে অনুমোদন পেলেও তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অন্যত্র ব্রিজ সরিয়ে নিয়েছেন।”

জামালপুর পৌর প্রশাসক মৌসুমি খানম বলেন, “সময় ও সুযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।”

স্থানীয়রা বলছেন, জরাজীর্ণ বাঁশ-কাঠের সেতু যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। তারা দ্রুত একটি পাকা সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন। জনস্বার্থে এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট