দিনাজপুরের কাহারোল উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাল্যবিবাহ, যৌতুক, মাদক, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা আয়োজন করা হয়। “আমার গ্রাম আমার দায়িত্ব, শিশু জীবন হোক বাল্যবিয়ে মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান সরকার লিমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির প্রোগ্রাম অফিসার অলবিনুস সরেন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মোজাফফর হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. জরিনা বেগম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আলোচনায় বক্তারা বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধের উপায় নিয়ে আলোকপাত করেন। তারা যৌতুক, মাদক ও পুষ্টি সচেতনতার ওপরও গুরুত্বারোপ করেন। পাশাপাশি, স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, শিশু ও যুব ফোরাম, ইয়ুথ ভিজিলেন্স দল এবং গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালানোর আহ্বান জানান।
এ সময় বক্তারা মুকুন্দপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।