1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চায়না দুয়ারী জালে মাছের রেণু ধ্বংস: কালীগঞ্জের নদ-নদী ও বিল বিপন্ন র‌্যাব বিলুপ্তির অঙ্গীকার এনসিপির, আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের ঘোষণা জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা

জামালপুরে ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) সকালে জামালপুর সদর উপজেলার সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে সদর উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয় দৌড়, লং জাম্প, হাই জাম্প, ডিসকাস থ্রো, শটপুট, ২০০ মিটার দৌড়, রিলে রেসসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি।

সভাপতিত্ব করেন, মোহাম্মদ ছানোয়ার হোসেন – জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো. শফিউর রহমান শফি – প্রধান শিক্ষক, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, মো. জাহাঙ্গীর আলম – শারীরিক শিক্ষার শিক্ষক, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া অনুরাগীরা উপস্থিত ছিলেন।

এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা, প্রতিযোগিতামূলক মনোভাব ও ক্রীড়াপ্রেম বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা মনে করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট