
মরহুম দানবীর এম এ মজিদ সাহেবের জ্যেষ্ঠ সন্তান এস এম মতিন( ৫৫) বৃহস্পতিবার সাড়ে ১১ টায় ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মরহুম এস এম মতিন দিঘলিয়া অঞ্চলে পরিচিত এবং সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র এক স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ১ম জনাজার নামাজ আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় খুলনা নগরীর দৌলতপুর বিনাপানি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২য় জানাজার নামাজ জুম্মা বাদ মরহুমের নিজ গ্ৰাম দিঘলিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ শেষে দিঘলিয়ায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু , দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
জানাজায় উপস্থিত ও শোকবার্তা দিয়েছেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আলহাজ সরোয়ার খান ডিগ্রি কলেজের অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া এম এ মজিদ সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ খান রওশন আলী , প্রভাষক নাসির উদ্দিন, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, বর্তমান প্রধান শিক্ষক মোল্লা রেজাউল ইসলাম , মাওলানা মুজিবর রহমান, মাওলানা মুসফিক, আমির হোসেন, খান আসাদুজ্জামান, লায়ন খান আক্তারুজ্জামান, মোড়ল সেলিমুল ইসলাম, শিক্ষক রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, ড . রফিকুল ইসলাম , শেখ আতিকুল ইসলাম , খান জাহিদুর রহমান, ইউপি সদস্য নাজমুল হাওলাদার, আরিফ হোসেন, উপস্থিত ছিলেন, আল-আমিন মোল্লা, হাসান মাহামুদ রাকিব, মোসলেম উদ্দিন হাওলাদার সহ শত শত মানুষ জানাজায় উপস্থিত হয়ে মরহুমের মাগফেরাতের জন্য দোয়ায় আংশগ্ৰহন করে। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা রেজওয়ান খান।
এস এম মতিনের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি তার কর্মজীবনে এবং পারিবারিক জীবনে একজন আদর্শবান মানুষ হিসাবে পরিচিত ছিলেন। তার জীবন ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় এবং পরিবারের শোক সহ্য করার শক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বজন ও শুভানুধ্যায়ী। আগামীকাল শনিবার বাদ আসর মরহুমের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
Like this:
Like Loading...
Related