1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

সাতক্ষীরায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
সাতক্ষীরা পুলিশ লাইন

সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে নিজ ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত পুলিশ সদস্যের নাম অনুপম কুমার ঘোষ (২৬), তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামে। তিনি স্ত্রীকে নিয়ে সাতক্ষীরার রসুলপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সাতক্ষীরা সদর থানার সূত্রে জানা গেছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ডিউটি শেষে রাত ২টার দিকে বাসায় ফেরেন অনুপম কুমার ঘোষ। এরপর রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারুফ হাসান জানান, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আত্মহত্যার কারণ নিশ্চিত হতে পারিবারিক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে এটি কোনো ষড়যন্ত্র ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট