1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে সাকিবের অনুপস্থিতি দলের জন্য বড় চ্যালেঞ্জ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
সাকিব আল হাসান

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল। শক্তিশালী দল হিসেবে ভারত এগিয়ে থাকলেও পেসার জাসপ্রিত বুমরার অনুপস্থিতি বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন ইমরুল কায়েস।

ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়েস বলেন, ‘ভারত দারুণ শক্তিশালী দল, ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দুর্দান্ত। তবে বুমরা না থাকায় এটা বাংলাদেশের জন্য একটা সুযোগ।’ ‘গত দুই বছরে ভারতের হয়ে বুমরা অসাধারণ পারফরম্যান্স করেছে, তাই তার অনুপস্থিতি ভারত অনুভব করতে পারে।’

যদিও বুমরা নেই, তবে ভারত যে দুর্বল হয়ে পড়েছে, তা ভাবার সুযোগ নেই। সম্প্রতি ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তি দেখিয়েছে ভারত। পেসার মোহাম্মদ শামির ফিটনেস কিছুটা অনিশ্চিত, তবে ছন্দ ফিরে পেলে তিনি বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাকিব আল হাসানের অনুপস্থিতি।

ইমরুল কায়েস বলেন, ‘সাকিব না থাকায় দলকে সংগ্রাম করতে হচ্ছে। তার বদলে অতিরিক্ত একজন স্পিনার খেলাতে হচ্ছে, যা কৌশলগতভাবে বড় সমস্যা।’ ‘সাকিব এমন একজন খেলোয়াড়, যিনি ম্যাচের যে কোনো পরিস্থিতিতে পার্থক্য গড়ে দিতে পারেন।’

সাকিবের জায়গায় বাড়তি দায়িত্ব পালন করতে হতে পারে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। ‘মিরাজ ভয়ডরহীন খেলোয়াড়, যে কোনো পজিশনে ব্যাট করতে পারে।’ ‘২০১৮ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে সে ওপেন করেছিল, যেমনটা সাকিবও করতে পারত।’ ‘তবে বোলিংয়ে বাঁ-হাতি স্পিনার সাকিবের অভাব অনুভব করবে দল।’

লিটন দাস না থাকলেও সৌম্য সরকার ও তানজিদ হাসান ভালো করছেন বলে মনে করেন ইমরুল। ‘ব্যাটিংয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে।’ ‘তবে ম্যাচে পারফরম্যান্সই বলে দেবে, দল কতটা প্রস্তুত।’

বাংলাদেশের জন্য বুমরার অনুপস্থিতি একটি সুযোগ হলেও, সাকিবের অনুপস্থিতি দলের জন্য বড় চ্যালেঞ্জ। মিরাজ, সৌম্য, তানজিদরা কতটা ভালো খেলতে পারেন, সেটাই মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ কেমন পারফর্ম করে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট