1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর আয়োজনে সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গ-ঢাকা ট্রেন চলাচল বন্ধ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কাহারোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপন ঢাল নেই-তলোয়ার নেই নিধিরাম সরকার: জীবনের বাস্তবতা ও বাংলাদেশের প্রেক্ষাপট পিরোজপুরে ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশ প্রহরী ও সহকারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন পিরোজপুরে চাঁদাবাজি মামলায় জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মারুফ পোদ্দার গ্রেফতার এপ্রিল-জুন প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি ১১.৯২% হ্রাস

প্রযুক্তির সঙ্গে ভাষার প্রাধান্য বাড়ে: ড. মুহাম্মদ ইউনূস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর অনেক দেশে নাগরিকরা একাধিক ভাষায় কথা বলেন, তাই ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে—এমন ধারণা ঠিক নয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ আয়োজনে পদক হিসেবে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও প্রাইজ মানি প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল শুধু বাংলা ভাষার মর্যাদা রক্ষা নয়, বরং এটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। ভাষার সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত।

তিনি আরও বলেন, আমরা দ্রুতগতিতে নতুন পৃথিবী তৈরি করে চলেছি, যেখানে প্রযুক্তির প্রাধান্য সবচেয়ে বেশি। প্রযুক্তির সঙ্গে ভাষার প্রাধান্য আসে, কারণ যে দেশের প্রযুক্তি বিশ্বে নেতৃত্ব দেয়, সে দেশের ভাষাও বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। ফলে সেই ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, শুধু প্রযুক্তিই নয়, যে কোনো খাতেই যদি একটি জাতি নেতৃত্ব দিতে পারে, তবে সে দেশের প্রতি মানুষের স্বাভাবিকভাবেই আকর্ষণ বাড়বে। ভাষার প্রসার এবং বৈশ্বিক অবস্থানও সেই নেতৃত্বের সঙ্গে যুক্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট