1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

ঢাকা-রাজশাহী রুটে চলন্ত বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন: গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
চলন্ত বাসে ডাকাতি ও যাত্রীদের যৌন হয়রানির মামলায় টাঙ্গাইলে গ্রেপ্তার আসামিরা
চলন্ত বাসে ডাকাতি ও যাত্রীদের যৌন হয়রানির মামলায় টাঙ্গাইলে গ্রেপ্তার আসামিরা। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে চলন্ত বাসে ডাকাতি ও যাত্রীদের যৌন নিপীড়নের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শুক্রবার রাতে ঢাকার সাভারের বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহিদুল ইসলাম ওরফে মহিদুল মুহিত (২৯) – মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার লাউতারা গ্রাম, মো. সবুজ (৩০) – শরীয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রাম, শরীফুজ্জামান ওরফে শরীফ (২৮) – ঢাকার সাভারের টান গেন্ডা এলাকা। শহিদুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা ও সাভার মডেল থানায় দুটি বাস ডাকাতি মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

এসপি মিজানুর রহমান জানান, সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ছুরি এবং ২৯,৩৭০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, “ঘটনাটি বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকায় অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা চ্যালেঞ্জিং ছিল। তবে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সোর্স ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অপর অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

এএসআই আতিকুজ্জামান সাময়িক বরখাস্ত – মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুজ্জামানকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকলেও ভুক্তভোগীদের অভিযোগ যথাযথভাবে গ্রহণ করেননি।

বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার – ঘটনার অভিযোগ না নেওয়া ও তথ্য গোপনের চেষ্টার কারণে নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারি রাতে ঢাকা-রাজশাহী রুটের চলন্ত বাসে এই ঘটনা ঘটে। বাসের যাত্রী ওমর আলী শুক্রবার সকালে মির্জাপুর থানায় অজ্ঞাত ৮-৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

মিজানুর রহমান সাংবাদিকদের জানান, “বাসে নারী যাত্রীদের ধর্ষণের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে এবং গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিকভাবে দায় স্বীকার করেছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট