1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত, আহত ১

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আশরাফুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবু মিয়া নামে মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে উপজেলার মহাদান ইউনিয়নের বারই পটল এলাকার সরিষাবাড়ি-দিগপাইত সড়কে এ ঘটনা ঘটেছে।

নিহত মোটরসাইকে চালকের নাম মো. আশরাফুল ইসলাম। সে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে এবং আহত বাবু মিয়া একই এলাকার সাব্বির হোসেনের ছেলে। তারা গভীর নলকূপ স্থাপনের কাজ করেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুই নলকূপ মিস্ত্রী মোটরসাইকেল যোগে জামালপুর শহর থেকে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার যাচ্ছিলেন। পথি মধ্যে মহাদান ইউনিয়নের বারই পটল এলাকার মকবুল শেখের বাড়ির সামনে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে
নারিকেল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটর সাইকেল চালক আশরাফুল মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বাবু মিয়া নামে এক আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট