1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

রাজাকারপুত্র মাকসুদ গ্রেপ্তার: বন্দরে ওসমান পরিবারের দোসর অবশেষে আটক

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
রাজাকারপুত্র মাকসুদ গ্রেপ্তার

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: অবশেষে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে বন্দর উপজেলার নিজ বাড়ি থেকে যৌথ বাহিনীর এ অভিযানে তাকে আটক করা হয়। বন্দর থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাকসুদ হোসেন নারায়ণগঞ্জ-৫ আসনের পলাতক সাবেক এমপি একে এম সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। একইসঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ওসমান পরিবারের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে পরপর তিনবার তিনি মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত মাকসুদ ও তার ছেলে শুভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতা করতেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অন্যতম সহযোগী হিসেবে কাজ করতেন। অভিযোগ রয়েছে, এমপি সেলিম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাকসুদ ও তার ছেলে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তাদের গ্রেফতারের খবর শুনে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

গত ৫ আগস্টের পর থেকে মাকসুদ ও তার ছেলে মাহামুদুল হাসান শুভর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি টাকার বিনিময়ে মহানগর বিএনপির কিছু নেতাকে ম্যানেজ করে এলাকায় প্রভাব বিস্তার করতেন।

ডেভিল হান্ট অভিযানের আওতায় এর আগেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হলেও মাকসুদ এতদিন প্রকাশ্যে রাজনৈতিক সভা-সমাবেশ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। তবে অবশেষে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়ে তার দৌরাত্ম্যের অবসান ঘটেছে।

এলাকাবাসী আশা করছেন, মাকসুদের গ্রেফতারের ফলে বন্দর এলাকায় সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং রাজনৈতিক দৌরাত্ম্যের অবসান ঘটবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট