1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

গজারিয়ায় গুঁড়িয়ে দেয়া হয়েছে দুইটি অবৈধ কারখানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
গুঁড়িয়ে দেয়া হয়েছে দুইটি অবৈধ কারখানা

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধভাবে পরিচালিত দুটি চুন তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। রবিবার (৯ মার্চ) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর এবং বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়। স্কেভেটারের সাহায্যে চুন তৈরির দুটি কারখানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান, অবৈধভাবে পরিচালিত এই কারখানাগুলোতে বিপুল পরিমাণ গ্যাস ব্যবহৃত হচ্ছিল, যা সরকারি নিয়মের পরিপন্থী। এ কারণে দুটি কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং স্কেভেটারের মাধ্যমে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। তবে কারখানা দুটির মালিক কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের জরিমানা করা সম্ভব হয়নি।

অভিযানে গজারিয়া ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার দল ও গজারিয়া থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

মিল্টন রায় আরও জানান, অবৈধভাবে পরিচালিত কারখানা ও অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট