1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের

জামালপুরে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর মুক্তি, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন!

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুর সদর থানায় এজাহার ভুক্ত আসামি মো: জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়াই প্রতিবাদের ঝড় বইছে জামালপুর সদর থানার অফিসারস ইনচার্জ আবু ফয়সাল মোঃ আতিক ও এস আই বিজন কুমার বিশ্বাস এর বিরুদ্ধে।

গতকাল ৮ মার্চ শনিবার বিকাল আনুমানিক ৫.১০ মিনিটের সময় শফিমিয়ার বাজার সংলগ্ন হামদর্দ চিকিৎসালয় কেন্দ্র থেকে জহুরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করে নিয়ে যায় সদর থানায় বিজন কুমার বিশ্বাস নামের এক অফিসার। জুয়েল কে থানায় নিয়ে অফিসার ইনচার্জ আতা’আয়াত ও বিনিময়ে এজাহার ভুক্ত আসামিকে ছেড়ে দেন।

আসামি গ্রেফতার এর খবর পেয়ে বাদী যোগাযোগ করে সদর থানায় তাকে কোন পাত্তা দেই নাই জামালপুরের অফিসার্স ইনচার্জ, তারি পরিপ্রেক্ষিতে বাদি হাদিউল ইসলাম রাব্বি গণমাধ্যমকে জানাই আসামিকে গ্রেফতারের পর থানা হাজদ থেকে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে ঐই পুলিশ কর্মকর্তা ও সদর থানার অফিসার্স ইনচার্জ।

সাথে সাথে গণমাধ্যম কর্মীরা জামালপুর সদর থানার অফিসার্স ইনচার্জ আবু ফয়সাল মো: আতিকের কাছে জানতে চাই এজাহার ভুক্ত আসামিকে ছেড়ে দেওয়ার কোন নিয়ম আছে কি সদর থানার।অফিসার্স ইনচার্জ জানান বাদি তার লোকজন নিয়ে জোরপূর্বক আসামিকে ধরিয়ে দেন আমি আমার ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে যোগাযোগ করে তারি নিদর্শে ও সকল সিনিয়র কর্মকর্তাদের আদেশে আসামিকে ছেড়ে দেই।

সদর থানার নাটকীয়তার জের ধরে মানববন্ধনের আয়োজন করেন বাদী পক্ষরা ৯ মার্চ রবিবার দুপুর ১২ ঘটিকার সময় জামালপুর সদর জিরো পয়েন্ট দয়াময়ি মোরে মানববন্ধনে বক্তারা তুলে দরেন এজাহার ভুক্ত আসামিকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ায় এস আই বিজন কুমার বিশ্বাস ও অফিসার ইনচার্জ আবু ফয়সাল মোঃ আতিকের প্রত্যাহার ও অতিবিলম্বে এজাহার ভুক্ত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান ভুক্তভোগীর পরিবার ও মহল্লা বাসি গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসামি দের দ্রুত গ্রেপ্তার না হলে আরো কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন,সেই সাথে জেলা প্রশাসক বরাবর এবং জেলা পুলিশ সুপার বরাবর সরকলিপি প্রধান করিবেন বলে জানান মানববন্ধনের বক্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট