সরকার সম্প্রতি দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে, যেখানে প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে।
ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে জানানো হয়েছে যে, পত্রিকাটি যেখানে ছাপানোর জন্য অনুমোদিত প্রেস ছিল, সেখানে তা আর ছাপানো হচ্ছে না। তবে, মিথ্যা তথ্য প্রদানের কারণে পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে। শফিক রেহমান তার অভিযোগে উল্লেখ করেন, পত্রিকার প্রকাশনা মিথ্যা তথ্যের ভিত্তিতে চালানো হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে সরকার তদন্ত ও নোটিশ প্রদান করে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত করার পর ডিক্লেয়ারেশন বাতিল করা হয়।
সরকারি আদেশ অনুযায়ী, পত্রিকা প্রকাশের ক্ষেত্রে ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের ১০ ধারার লঙ্ঘন ঘটেছে। এর ফলে পত্রিকার প্রকাশক এবং মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর ঘোষণাপত্রও বাতিল করা হয়েছে।
এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা মিডিয়ার স্বাধীনতার সঠিক প্রয়োগ এবং নীতিমালার প্রতি শ্রদ্ধা বজায় রাখার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।