1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

পাকিস্তানে বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
বাংলাদেশ নারী ক্রিকেট

পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা নিয়ে ফিরেছে বাংলাদেশ পুরুষ জাতীয় দল, তবে এবার নারী ক্রিকেট দলের সামনে নতুন একটি চ্যালেঞ্জ। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে পাকিস্তানে যাচ্ছেন বাংলাদেশ নারী দল। আগামী ৫-১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত এই বাছাইপর্বের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ নারী দলের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে টাইগ্রেসরা। বাছাইপর্বে বাংলাদেশের লক্ষ্য একটাই, সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাওয়া।

বাছাইপর্বে বাংলাদেশের স্কোয়াডে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ইশমা তানজিম, যিনি এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক করেননি। তবে এর আগে তিনি ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার উপস্থিতি দলকে আরও শক্তিশালী করবে, বিশেষ করে তরুণ প্রতিভার এই নতুন অন্তর্ভুক্তি দলের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ নারী দল জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছিল সরাসরি বিশ্বকাপে খেলার। তবে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পর সেই সুযোগ হাতছাড়া করে তারা। ফলে, এবার তাদের খেলতে হচ্ছে বাছাইপর্বে, যেখানে প্রতিদ্বন্দ্বী হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড।

এই বাছাইপর্বে ৬টি দল অংশ নেবে, যেখানে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল বিশ্বকাপের মূল পর্বে স্থান পাবে। বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড।

২০২৫ ওয়ানডে বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে ভারত মাটিতে, যেখানে মোট ৮টি দল অংশ নেবে। নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করা ৫টি দল—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। স্বাগতিক ভারতও সরাসরি খেলবে। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব থেকে।

বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে রয়েছেন: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদোস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আখতার মেঘলা, মারুফা আক্তার এবং রিতু মনি।

বাংলাদেশ নারী দলের এই বাছাইপর্বে অংশগ্রহণ দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভালো পারফরম্যান্স বিশ্বকাপের টিকেট অর্জনের সম্ভাবনা খুলে দেয়। ক্রিকেটপ্রেমীরা উন্মুখ হয়ে আছেন টাইগ্রেসদের বিশ্বকাপ যাত্রার সফলতা দেখার জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট