1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

জামালপুরে ডিসি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতার ভাতিজা গ্রেপ্তার

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
জামালপুরে ডিসি পরিচয়ে চাঁদাবাজি

জামালপুরের মেলান্দহে চাঁদা দিতে অস্বীকার করায় স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন এক ব্যবসায়ী। গতকাল সন্ধ্যায় এ ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা সামিউল হক ফারুকীর ভাতিজা সাজ্জাদ হোসেন সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফারুকী জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জামালপুরের ইসলামপুর আসনের মনোনয়ন প্রত্যাশী।
এই ঘটনায় ভুক্তভোগী মো. রেজাউল করিম (৪২) মেলান্দহ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। তিনি স্থানীয় পর্যায়ে ধান, পাট ও মাছের ব্যবসা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রেজাউল দীর্ঘদিন ধরে একটি খাস জমিতে চাষাবাদ করেন। সম্প্রতি তিনতিলা গ্রামের মহালক্ষ্মী হাট সংলগ্ন ওই জমি নিয়ে তাকে হুমকি দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, জামায়াত নেতার ভাতিজা সাজ্জাদ হোসেন সাকিব (৩৫) ও মনির হোসেন জুয়েল (৩৫) তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রতি সপ্তাহে টাকা দিতে চাপ দেয়।
গতকাল সন্ধ্যায় রেজাউল চাঁদা দিতে অস্বীকার করলে সাজ্জাদ ও তার সহযোগীরা তার ওপর হামলা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।
রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জামায়াত নেতার ভাতিজা সাজ্জাদ দীর্ঘদিন ধরে টাকা চেয়ে আমাকে চাপ দিচ্ছিল। টাকা না দেওয়ায় তারা আমাকে মারধর করে।’

জামায়াত নেতা ড. সামিউল হক ফারুকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ্দুজ্জামান বলেন, ‘মামলাটি তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট