1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে সংঘর্ষ: নিহত ১, আহত ১০

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে সংঘর্ষ: নিহত ১, আহত ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হাসিব নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধসহ মোট ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের কারণ ও বিবরণ স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও চনপাড়া ইউনিয়ন যুবদল নেতা শামিম মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার (১৮ মার্চ) রাতভর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রাব্বানী, শাকিল, রাজ্জাক, রমজান, জীবন সানী ও দারোয়ান বাবুসহ শতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের একপর্যায়ে হাসিব নামে এক যুবদল কর্মী নিহত হন।

পুলিশের বক্তব্য এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার রাতে পুনর্বাসন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দল নেতা রাব্বানী, করিমের পক্ষের রবিনের সঙ্গে যুবদল নেতা শামিম পক্ষের শাহিনের ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মনির ও তার লোকজন রবিনকে ধরে শামীমের অফিসে আটকে রেখে মারধর করে।

ঘটনার খবর পেয়ে ভোর সাড়ে ৩টার দিকে রাব্বানী ও করিমসহ তাদের লোকজন রবিনকে ছাড়িয়ে আনতে গেলে শামীম ও তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক লীগ কর্মী হাসিবুর, রাসেল ও বাশারসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুর মারা যান। বাকিরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার সকাল থেকে পুলিশ ও র‍্যাব যৌথভাবে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট