ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভাতে ইদুল ফিতর উপলক্ষে চুরি, ছিনতাই মাদক প্রতিরোধ, শহরে যানজট নিরসন ও আইনশৃংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোট পরিচালনা সহ বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে পরিষদের কনফারেন্স রুমে ওই সভাতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, গনমাধ্যমকর্মী সমকালের প্রতিনিধি জামির হোসেন, রানারের হুমায়ুন কবির সোহাগ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু ও আজিজুল ইসলাম খা, প্রমুখ। এছাড়াও সভাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা ও পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।