1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের ভার্চুয়াল শুনানির নির্দেশ দিলেন আদালত দায়িত্বে অবহেলা করলেই এসিল্যান্ড পদায়ন নীতিমালা ২০২৫ রেমিটেন্সে শীর্ষে আমেরিকা, প্রবাসীদের পাঠানো অর্থে নতুন রেকর্ড কি পেলাম, আমড়া? ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালিতে জনতার ঢল কাহারোলে ইউএনও আমিনুলের বিদায় ও মোকলেদা খাতুন মীমের যোগদান চিয়া সিড খাওয়ার আশ্চর্য উপকারিতা: মাত্র এক সপ্তাহে শরীরে পরিবর্তন মুন্সীগঞ্জে গ্রেফতার আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসাইন কারাগারে প্রেরণ অর্থনীতি স্থিতিশীলতায় মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে আসবে: প্রধান উপদেষ্টা মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

নিহত ইউপি সদস্যের পরিবার পায়নি আইনি সহায়তা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
নিহত ইউপি সদস্যের পরিবার পায়নি আইনি সহায়তা

একই ঘটনায় নিরাপত্তায় আইনি সহায়তা পেতে ৪ ইউপি সদস্য করেছেন কালীগঞ্জ থানাতে অভিযোগ

পুলিশ পরিচয়ে প্রতারকদের হুমকিতে বাড়ী ছেড়ে পালাতে গিয়ে নিহত হন এক ইউপি সদস্য। সেই একই ঘটনার ভূক্তভোগী ৪ জন ইউপি সদস্য তাদের নিরাপত্তায় আইনি সহায়তা পেতে করেছেন থানাতে অভিযোগ।

তারা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আকবর মালিতা, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মুনছুর আলী, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল হোসেন ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বদিউজ্জামান টিটো।

বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ থানাতে উপস্থিত হয়ে ওই অভিযোগটি দায়ের করেন। উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে মোবাইলে পুলিশ পরিচয়ে এক প্রতারক মামলার ভয় দেখিয়ে টাকা দাবী ও আটকের হুমকি দিলে বাড়ী ছেড়ে পালাতে গিয়ে নিহত হন ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর সদস্য আমিনুল ইসলাম। ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুচ আলী স্বাক্ষরিত অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, ১৫ মার্চ রাত ৯ টা ৫২ মিনিটে ০১৩১৪-৮৯২০২১ নং মোবাইল থেকে থানার এ এস আই মাসুদ বলছি পুলিশ পরিচয়ে এক প্রতারক তাকে কল দেয়। এ সময় বলে তোর নামে মামলা আছে। নাম খারিজ করতে দুই লাখ টাকা দাবী করে নানা ভয়ভীতি দেখায়। টাকা দিতে অসিকৃতি জানালে প্রতারক তাকে গালীগালাজ ও আরো ৫/৬ টি মামলা দিয়ে জেলে পাঠাবে বলে হুমকি ও ভয়ভীতি দেখায়।

ইউনুচ আলী আরো জানায়, একই রাতে অজ্ঞাত প্রতারক চক্রটি তারমত অত্র ইউনিয়নের আরো ৫ জন ইউপি সদস্যকে একইভাবে মোবাইলে টাকা দাবী ও হুমকি দিয়েছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদের মেম্বর সদস্যদের মধ্যে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হওয়াতে তারা নিরাপত্তা ও আইনি সহায়তা পেতে থানা পুলিশের দ্বারস্থ্য হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগ নিতে নানা তালবাহানা ও বিভিন্ন অজুহাত দেখায়। ইউপি সদস্যরা বলেন, অভিযোগটি করতে তারা দুপুরে থানাতে গিয়েছিল। কিন্তু পুলিশ তাদেরকে আড়াই ঘন্টা বসিয়ে রেখে বিকালে অভিযোগটি নিলেও তার রিসিভ কপি দেয়নি। ঘটনাটি যাচাই করে পরে রিসিভ কপি দিবে বলে জানিয়েছে। অজ্ঞাত প্রতারকদের হুমকিতে আতংকিত ইউপি সদস্য সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় আমাদের একজন সদস্য মারা গেলেও পুলিশ এখনও কোন আইনি সহায়তা করেনি। একই ঘটনার ভূক্তভোগী আমরাও আইনি সহায়তা পাবো কিনা এ নিয়ে সন্দিহান। বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে আতংকের মধ্যে দিন কাটাচ্ছি।

এসব বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, অজ্ঞাত প্রতারকদের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। সেটি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট