1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

আজিজুল মোড়লের মৃত্যুতে জানাজায় মানুষের ঢল

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
খুলনার দিঘলিয়ায় সমাজসেবী আজিজুল মোড়লের মৃত্যুতে শোকের ছায়া

দিঘলিয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন

খুলনার দিঘলিয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক, উপজেলা মৎস্য ঘের কমিটির সভাপতি ও সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল মোড়ল (৬৩) ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার (৭ জুলাই) সকাল ১০টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন দিঘলিয়া অঞ্চলের একজন সুপরিচিত, সম্মানিত এবং জনবান্ধব ব্যক্তিত্ব।

মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দিঘলিয়ার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজা দিঘলিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আজিজুল মোড়ল তার জীবনে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তিনি মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটিতে সক্রিয় দায়িত্ব পালন করতেন এবং এলাকার উন্নয়নে নিবেদিতপ্রাণ ছিলেন। ব্যক্তি জীবনে তিনি সততা, আদর্শ ও নিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবে পরিচিত ছিলেন।

জানাজায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সেন্নহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিরুল ইসলাম, মহানগর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি বেলায়েত হোসেন, বিএনপি নেতা সেলিম রেজা, সেলিমুল ইসলাম মোড়ল, আকবর বিশ্বাস, জাসেদ কোবির জুয়েল, মামুন রেজা অপু, খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা জুয়েল মোড়ল, প্রেসক্লাব সভাপতি মো. শহিদুল ইসলাম, রবি মোড়ল, আমির হোসেন, হাসান মাহমুদ রাকিব মোড়ল সহ অসংখ্য মানুষ।

জানাজার নামাজের ইমামতি করেন মাওলানা মুজিবুর রহমান।

তার জীবন, আদর্শ, সততা ও পেশাগত নিষ্ঠা আগামী প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তার মৃত্যুতে যে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে, তা সহজে মোচন হবার নয়। সবাই তার জন্য আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট