কার্লো আনচেলত্তি কি সত্যিই রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হচ্ছেন? এই প্রশ্ন এখন ফুটবলবিশ্বের অন্যতম আলোচিত বিষয়। ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, ইতালিয়ান এই কোচ মৌখিকভাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (CBF) সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন। আগামী জুনের প্রথম সপ্তাহেই সেলেসাও শিবিরে যোগ দিতে পারেন তিনি।
তবে বিষয়টি ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক এবং দ্বিধা। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নাখোশ হয়েছেন আনচেলত্তির ওপর। কারণ, এই চুক্তির বিষয়ে ক্লাব কর্তৃপক্ষকে না জানিয়েই এগিয়েছেন কোচ। পেরেজ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যদি জুনের আগেই আনচেলত্তি রিয়াল ছাড়েন, তাহলে তিনি অবশিষ্ট বেতন পাবেন না।
এখনও আনচেলত্তি এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। প্রশ্নের মুখে পড়লে তিনি বরাবরই বলেছেন, মৌসুম শেষে আলোচনা হবে। যদিও ঘনিষ্ঠ সূত্র মতে, তিনি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে বিষয়টি স্থগিত রাখতে অনুরোধ করেছেন।
এর পেছনে বড় কারণ পেরেজের হুঁশিয়ারি। এই পরিস্থিতিতে দোটানায় পড়েছেন রিয়ালের ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি।
বিপত্তির পরও থেমে নেই ব্রাজিল। আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে মরিয়া দেশটির ফুটবল কনফেডারেশন। প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজ সব রকম তদবির চালিয়ে যাচ্ছেন, যেকোনো মূল্যে ক্লাব বিশ্বকাপের আগেই আনচেলত্তিকে ব্রাজিলের ডাগআউটে চান তিনি।
এজন্য খুব শিগগিরই রিয়াল মাদ্রিদ ও আনচেলত্তির সঙ্গে চূড়ান্ত আলোচনা বসতে যাচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, লা লিগা শেষ না হওয়া পর্যন্ত রিয়ালে থাকছেন আনচেলত্তি। ফ্লোরেন্তিনো পেরেজও চান মৌসুম শেষে সিদ্ধান্ত হোক।
এদিকে গুঞ্জন রয়েছে, আগামী মৌসুমে রিয়ালের কোচ হিসেবে দেখা যেতে পারে জাভি আলোনসোকে। এমনকি ক্লাব বিশ্বকাপের আগেই তাকে রিয়ালের ডাগআউটে দেখা যেতে পারে।