1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

আনচেলত্তির ব্রাজিল যাত্রা নিয়ে দ্বিধায় রিয়াল ও সেলেসাও

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
কার্লো আনচেলত্তি

কার্লো আনচেলত্তি কি সত্যিই রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হচ্ছেন? এই প্রশ্ন এখন ফুটবলবিশ্বের অন্যতম আলোচিত বিষয়। ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, ইতালিয়ান এই কোচ মৌখিকভাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (CBF) সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন। আগামী জুনের প্রথম সপ্তাহেই সেলেসাও শিবিরে যোগ দিতে পারেন তিনি।

তবে বিষয়টি ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক এবং দ্বিধা। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নাখোশ হয়েছেন আনচেলত্তির ওপর। কারণ, এই চুক্তির বিষয়ে ক্লাব কর্তৃপক্ষকে না জানিয়েই এগিয়েছেন কোচ। পেরেজ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যদি জুনের আগেই আনচেলত্তি রিয়াল ছাড়েন, তাহলে তিনি অবশিষ্ট বেতন পাবেন না।

এখনও আনচেলত্তি এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। প্রশ্নের মুখে পড়লে তিনি বরাবরই বলেছেন, মৌসুম শেষে আলোচনা হবে। যদিও ঘনিষ্ঠ সূত্র মতে, তিনি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে বিষয়টি স্থগিত রাখতে অনুরোধ করেছেন।

এর পেছনে বড় কারণ পেরেজের হুঁশিয়ারি। এই পরিস্থিতিতে দোটানায় পড়েছেন রিয়ালের ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি।

বিপত্তির পরও থেমে নেই ব্রাজিল। আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে মরিয়া দেশটির ফুটবল কনফেডারেশন। প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজ সব রকম তদবির চালিয়ে যাচ্ছেন, যেকোনো মূল্যে ক্লাব বিশ্বকাপের আগেই আনচেলত্তিকে ব্রাজিলের ডাগআউটে চান তিনি।

এজন্য খুব শিগগিরই রিয়াল মাদ্রিদ ও আনচেলত্তির সঙ্গে চূড়ান্ত আলোচনা বসতে যাচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, লা লিগা শেষ না হওয়া পর্যন্ত রিয়ালে থাকছেন আনচেলত্তি। ফ্লোরেন্তিনো পেরেজও চান মৌসুম শেষে সিদ্ধান্ত হোক।

এদিকে গুঞ্জন রয়েছে, আগামী মৌসুমে রিয়ালের কোচ হিসেবে দেখা যেতে পারে জাভি আলোনসোকে। এমনকি ক্লাব বিশ্বকাপের আগেই তাকে রিয়ালের ডাগআউটে দেখা যেতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট