
‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’—এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী গণশুনানি ও অভিভাবক সমাবেশ। বুধবার সকালে সদর উপজেলার চরখাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি (সনাক) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহা. খালেকুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা শবনম, সনাক সভাপতি এম সাইফুল মাবুদ, সদস্য এন এম শাহজালাল, ও সুরাইয়া পারভীন মলি প্রমুখ।
গণশুনানিতে স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, উপবৃত্তি বণ্টনে স্বচ্ছতা, শিক্ষক উপস্থিতি নিশ্চিতকরণ, অবকাঠামোগত সমস্যা এবং প্রশাসনিক অনিয়মের বিষয়গুলো তুলে ধরেন।
সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উঠে আসা সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। কর্মকর্তারা বলেন, দুর্নীতি রোধে শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
আয়োজক সনাকের সভাপতি এম সাইফুল মাবুদ বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। এ ধরনের গণশুনানি সমাজে সচেতনতা বৃদ্ধি ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয় শিক্ষক ও অভিভাবকরাও আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।