1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পিরোজপুরে যুবক আটক হিন্দু সম্পত্তি জবরদখল: প্রশাসনের নীরবতায় দখলদার বহাল তবিয়তে! নেছারাবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কলরবকে ঘিরে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, প্রতিষ্ঠাতার পরিবার বঞ্চিত

৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ ২০২৫ হবে আরব আমিরাতে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
এশিয়া কাপ ২০২৫: ৯ সেপ্টেম্বর শুরু, ভেন্যু ইউএই, আয়োজক ভারত

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো এশিয়া কাপ ২০২৫-এর চূড়ান্ত সূচি। ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা শেষে এসিসি সভাপতি মহসিন নাকভি নিশ্চিত করেছেন, আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে পুরুষদের এশিয়া কাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। আয়োজক দেশ হিসেবে থাকছে ভারত, তবে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

নাকভি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, “আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি, এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চলবে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আমরা দুর্দান্ত এক ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি!”

এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। বাকি তিন দল হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। এই টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

এশিয়া কাপের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বৈরথ। তবে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে এ ম্যাচের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, যার ফলে সেই ম্যাচ বাতিল হয়। এ কারণে এবারের এশিয়া কাপে তাদের মুখোমুখি হওয়া নিয়ে কিছুটা সংশয় থেকেই যাচ্ছে।

তবে আয়োজক ভারত এবং অংশগ্রহণকারী পাকিস্তান উভয় দলই টুর্নামেন্টে থাকায় আশা করা হচ্ছে, ক্রিকেটপ্রেমীরা শেষ পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত হাইভোল্টেজ ম্যাচটি দেখতে পাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট