1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ: আসছে ১০ হাজার ২১৯ পদের বড় বিজ্ঞপ্তি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রাথমিক শিক্ষায় নতুন করে বড় পরিসরে জনবল নিয়োগের এই উদ্যোগকে শিক্ষা খাতে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের ঘোষণা দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বা কালকের মধ্যে জাতীয় পত্রিকাগুলোতে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

এর আগে চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিন দিন পর, ৩১ আগস্ট, আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি গঠন করা হয়।
এই কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্যসচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও রয়েছেন এই কমিটিতে।

তবে সংশোধিত বিধিমালায় কিছু প্রযুক্তিগত ত্রুটি থাকার কারণে বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হয়। পরে ২ নভেম্বর ত্রুটি সংশোধন শেষে নতুনভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নতুন বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে যুক্ত করা হয়েছে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’। এর ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন।

এছাড়া প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ পদোন্নতি ও ২০ শতাংশ সরাসরি নিয়োগের বিধান রাখা হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে প্রার্থীকে সহকারী শিক্ষক হিসেবে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা, মৌলিক প্রশিক্ষণ এবং চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে।

অন্যদিকে, সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—উভয় পদের প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়। উভয় পদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই শূন্যতা পূরণের লক্ষ্যে নতুন বিধিমালা জারির পর নভেম্বরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল।

এখন সেই ঘোষণা বাস্তবায়নের দ্বারপ্রান্তে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন প্রক্রিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে সম্পন্ন হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এবার আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যাচাই প্রক্রিয়া আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

শিক্ষা বিশ্লেষকদের মতে, এই নিয়োগ প্রক্রিয়া সরকারি প্রাথমিক শিক্ষায় মান উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা শিক্ষক পদের কারণে পাঠদানে ঘাটতি দেখা দিয়েছিল। নতুন নিয়োগ সম্পন্ন হলে শিক্ষার্থীদের শেখার মান উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থায় গতিশীলতা ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট