শেষ ৩ ওভারেই ম্যাচ খুইয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে ৭০ রানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম চারদিনের ম্যাচে লাল-সবুজ প্রতিনিধিরা প্রতিরোধের শেষ প্রান্তে এসেও ম্যাচ বাঁচাতে ব্যর্থ হয়।
বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেললেও শেষ দিকে দলের পতনের মুখে কিছুই করতে পারেননি। ম্যাচের শেষ ৩ ওভার টিকতে পারলেই ড্র করা যেত, অথচ ওই সময়েই ৩ উইকেট হারিয়ে লজ্জাজনকভাবে হারতে হয় স্বাগতিকদের।
টস জিতে প্রথমে বোলিংয়ে নেমে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৫৬ রানে অলআউট করে বাংলাদেশ। খালেদ আহমেদ ৬ উইকেট নিয়ে শুরুর সাফল্য এনে দেন। জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানেরা বেশ ভালোই লড়াই করেন। নুরুল হাসান ৮৮ বলে ১০৭ রান করেন, যার ফলে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬৮ রান করে ১২ রানের ক্ষীণ লিড নেয়।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ‘এ’ দলের নিক কেলি ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তারা ২৫৭ রান করে বাংলাদেশকে দেয় ২৪৬ রানের লক্ষ্য।
জবাবে মাহিদুল ইসলাম অঙ্কন (৫৭) এবং জাকির হাসান (৫০)* এর দুটি হাফ সেঞ্চুরি দলকে কিছুটা এগিয়ে নিলেও শেষ রক্ষা হয়নি। ম্যাচ বাঁচানোর সহজ সমীকরণ সামনে থাকার পরও শেষ তিন ওভারে এনামুল হক বিজয়, মুরাদ ও এবাদত হোসেন ফিরে গেলে শেষ হয়ে যায় বাংলাদেশের আশা।
নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত স্পিনার আদিত্য অশোক ৫ উইকেট নিয়ে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন। তার স্পিন ঘূর্ণিতেই চাপে পড়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
দুই দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচ শুরু হবে ২১ মে, মিরপুরে। আগের ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে মুখিয়ে থাকবে বাংলাদেশ ‘এ’ দল।