1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পিরোজপুরে যুবক আটক হিন্দু সম্পত্তি জবরদখল: প্রশাসনের নীরবতায় দখলদার বহাল তবিয়তে! নেছারাবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কলরবকে ঘিরে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, প্রতিষ্ঠাতার পরিবার বঞ্চিত

আসিয়ানের সদস্যপদে বাংলাদেশের প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থন চাইলেন ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
আসিয়ানের সদস্যপদে বাংলাদেশের প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থন চাইলেন ইউনূস

বাংলাদেশের আসিয়ান সদস্যপদের প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।

রোববারের (২৭ জুলাই) এ সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার জন্য আবেদন করেছে এবং মালয়েশিয়া বর্তমানে আসিয়ানের সভাপতির দায়িত্বে রয়েছে। তাই এ প্রক্রিয়ায় মালয়েশিয়ার সক্রিয় সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “মালয়েশিয়া আমাদের আবেদন মঞ্জুরে সক্রিয় ভূমিকা পালন করবে। এতে করে বাংলাদেশ প্রথমে খাতভিত্তিক সংলাপের অংশীদার এবং পরবর্তীতে পূর্ণ সদস্যপদ লাভ করতে পারবে।”

সাক্ষাতে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস তাকে পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, “আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্ররা বুকের রক্ত দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারকে উৎখাত করেছে। এটি তরুণদের নেতৃত্বাধীন একটি গণআন্দোলন ছিল, যেখানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “ছাত্ররা দেয়াল ও সড়ক রাঙিয়ে তুলেছে জুলাই বিদ্রোহের চেতনায়। এই চেতনা ও পরিবর্তনের বার্তা বিশ্বকে জানানোর সময় এসেছে।”

এ সময় তিনি মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ খাতে এগিয়ে আসার আহ্বান জানান। সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট