1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

আসিয়ানের সদস্যপদে বাংলাদেশের প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থন চাইলেন ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
আসিয়ানের সদস্যপদে বাংলাদেশের প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থন চাইলেন ইউনূস

বাংলাদেশের আসিয়ান সদস্যপদের প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।

রোববারের (২৭ জুলাই) এ সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার জন্য আবেদন করেছে এবং মালয়েশিয়া বর্তমানে আসিয়ানের সভাপতির দায়িত্বে রয়েছে। তাই এ প্রক্রিয়ায় মালয়েশিয়ার সক্রিয় সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “মালয়েশিয়া আমাদের আবেদন মঞ্জুরে সক্রিয় ভূমিকা পালন করবে। এতে করে বাংলাদেশ প্রথমে খাতভিত্তিক সংলাপের অংশীদার এবং পরবর্তীতে পূর্ণ সদস্যপদ লাভ করতে পারবে।”

সাক্ষাতে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস তাকে পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, “আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্ররা বুকের রক্ত দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারকে উৎখাত করেছে। এটি তরুণদের নেতৃত্বাধীন একটি গণআন্দোলন ছিল, যেখানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “ছাত্ররা দেয়াল ও সড়ক রাঙিয়ে তুলেছে জুলাই বিদ্রোহের চেতনায়। এই চেতনা ও পরিবর্তনের বার্তা বিশ্বকে জানানোর সময় এসেছে।”

এ সময় তিনি মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ খাতে এগিয়ে আসার আহ্বান জানান। সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট