1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত জর্ডান কক্সের ঝড়ো সেঞ্চুরিতে ১১ ছক্কা ও ১১ চারে রেকর্ড গড়া ১৩৯ রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের জামালপুরে গুপ্ত তৎপরতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে সহিংসতা, শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল ম্যাক্স সিক্সটি লিগে মায়ামি ব্লেজের নেতৃত্বে সাকিব আল হাসান

নেপালের বিপক্ষে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ অনিশ্চিত, বিকল্প ভাবনায় বাফুফে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
নেপালের বিপক্ষে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ অনিশ্চিত, বিকল্প ভাবনায় বাফুফে

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সেগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চাইছে এই ম্যাচগুলোর পরিবর্তে অন্য কোনো দেশের বিপক্ষে, বিশেষ করে ভিয়েতনাম বা কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করতে। এ নিয়ে নেপালের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

দেশের ফুটবল অঙ্গনে এই আলোচনা ঘিরে বেশ গুঞ্জন শুরু হয়েছে। তবে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, এখন পর্যন্ত নেপালের বিপক্ষে ম্যাচ বাতিল বা পরিবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, “৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ হওয়ার কথা রয়েছে, এবং সেটাই আমাদের জানা মতে বহাল আছে। নতুন করে কিছু নির্ধারণ হয়নি।”

অন্যদিকে, নেপালের সাংবাদিক সূত্রে জানা গেছে, এই দুই ম্যাচ বাতিল হতে পারে, তবে নেপালের ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

অন্য একটি সূত্রে জানা যায়, বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে নেপাল সফরে রয়েছেন এবং সেখানেই ম্যাচ আয়োজনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাফুফের ইচ্ছা সাফ অঞ্চলের বাইরের কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলেই দলকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।

এখন দেখার বিষয়—আগামী সপ্তাহগুলোতে বাফুফে ও নেপালের মধ্যে আলোচনার ভিত্তিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে কিনা, কিংবা ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশের প্রস্তুতির পরিকল্পনা চূড়ান্ত হয় কিনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট