আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সেগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চাইছে এই ম্যাচগুলোর পরিবর্তে অন্য কোনো দেশের বিপক্ষে, বিশেষ করে ভিয়েতনাম বা কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করতে। এ নিয়ে নেপালের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।
দেশের ফুটবল অঙ্গনে এই আলোচনা ঘিরে বেশ গুঞ্জন শুরু হয়েছে। তবে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, এখন পর্যন্ত নেপালের বিপক্ষে ম্যাচ বাতিল বা পরিবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, “৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ হওয়ার কথা রয়েছে, এবং সেটাই আমাদের জানা মতে বহাল আছে। নতুন করে কিছু নির্ধারণ হয়নি।”
অন্যদিকে, নেপালের সাংবাদিক সূত্রে জানা গেছে, এই দুই ম্যাচ বাতিল হতে পারে, তবে নেপালের ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
অন্য একটি সূত্রে জানা যায়, বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে নেপাল সফরে রয়েছেন এবং সেখানেই ম্যাচ আয়োজনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাফুফের ইচ্ছা সাফ অঞ্চলের বাইরের কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলেই দলকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।
এখন দেখার বিষয়—আগামী সপ্তাহগুলোতে বাফুফে ও নেপালের মধ্যে আলোচনার ভিত্তিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে কিনা, কিংবা ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশের প্রস্তুতির পরিকল্পনা চূড়ান্ত হয় কিনা।