বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালঙ্কা। আগের দুই ম্যাচে ফিল্ডিং বেছে নিলেও আজ (বুধবার, ১৬ জুলাই) ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি।
বাংলাদেশ দল আজকের ম্যাচে দুটি পরিবর্তন এনেছে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বদলে একাদশে সুযোগ পেয়েছেন একই নামের স্পিনার মেহেদী হাসান। আর ইনজুরির কারণে ছিটকে যাওয়া মোহাম্মাদ সাইফউদ্দিনের জায়গায় দলে এসেছেন ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা দলেও এসেছে দুটি পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে। তাদের জায়গায় মাঠে নামছেন অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিস। উল্লেখযোগ্য যে, চান্ডিমাল প্রায় সাড়ে তিন বছর পর আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলতে নামছেন। তিনি সর্বশেষ এই ফরম্যাটে খেলেছিলেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে।
✅ বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
✅ শ্রীলঙ্কা একাদশ:
(এ অংশ আপনি চাইলে হালনাগাদ করতে পারেন, এখনো না জানা থাকলে ফাঁকা রাখা যেতে পারে।)
সিরিজে সমতা ফেরাতে মরিয়া বাংলাদেশ, অন্যদিকে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে চায় শ্রীলঙ্কা। ফলে তৃতীয় ম্যাচে দুই দলের মধ্যকার লড়াই জমজমাট হবে এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।