শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে শক্তিশালী ব্যাটিং ও বলিংয়ে শ্রীলঙ্কাকে ১৪৬ রানে হারিয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে যুবা টাইগাররা।
শনিবার (৩ মে) কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে দলটি, যা বিদেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এর আগে ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল করেছিল ৩৪০ রান।
ওপেনিংয়ে কালাম সিদ্দিকী ১৯ রানে বিদায় নিলেও, এরপর শুরু হয় জাওয়াদ আবরার ও রিজানের দুর্দান্ত জুটি। তৃতীয় উইকেটে তারা ১৩৫ রানের জুটি গড়ে দলকে দেয় শক্ত ভিত। জাওয়াদ আবরার: ১১৫ বলে ১৪টি চার ও ৩টি ছক্কায় ১১৩ রান, রিজান: ৭৭ বলে ৮২ রান (৫ চার ও ৩ ছক্কা)।
শ্রীলঙ্কার হয়ে রাসিথ নিমসারা ৩টি, থারুসা নাভদ্য ২টি এবং সানুজা নিন্দুওয়ারা ১টি উইকেট শিকার করেন। তবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয় লঙ্কান যুব দল।
শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে থেমে যায় মাত্র ১৯০ রানে। ফলে ১৪৬ রানের বিশাল জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে এখন তারা এগিয়ে ৩-১ ব্যবধানে। বাকি দুই ম্যাচের যেকোনো একটি জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
বাংলাদেশ যুব দলের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত দেশের ক্রিকেটপ্রেমীরা। পরবর্তী ম্যাচে জয় পেলে সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা, যা হবে বিদেশের মাটিতে আরেকটি বড় অর্জন।