1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ রাখছেন ড. মুহাম্মদ ইউনূস গাজায় জাতিসংঘের ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিল সাগরিকায় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১ জাতীয় পেশাজীবী কনভেনশন ২০২৫: প্রচার উপ-কমিটির আহ্বায়ক হলেন কৃষিবিদ শামীমুর রহমান উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, একজন নিহত নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে: কৃষি উপদেষ্টা সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট: শিরোপার লড়াইয়ে আজ বাংলাদেশ-নেপাল মুখোমুখি ম্যাচ দুই মিনিট দেরিতে শুরুর দায়ে বাফুফেকে এএফসির ১৫০০ ডলার জরিমানা ২৮ বছর পর ফিরছে নিকোল কিডম্যান ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২

নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিল সাগরিকায় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল, নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিল সাগরিকা

নেপালকে ৪-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ দলের হয়ে সবগুলো গোলই করেন নাম্বার টেন ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। এই জয়ে মেয়েরা টানা দ্বিতীয়বারের মতো বয়সভিত্তিক সাফ শিরোপা ঘরে তোলে।

ম্যাচটি ছিল একদিকে শিরোপা নির্ধারণী, অন্যদিকে শোকাবহ। এর আগে দুপুরে ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির খবর পৌঁছে যায় দলের প্রতিটি সদস্যের কানে। ম্যাচ শুরুর আগে এক মিনিটের নিরবতায় সেই শোক প্রকাশ করেন ফুটবলাররা। কিন্তু মাঠে নেমেই সাগরিকার নেতৃত্বে সেই বিষাদকে শক্তিতে পরিণত করেন লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ৭ মিনিটেই ডিফেন্স চেরা পাস থেকে গোল করেন সাগরিকা। এরপর ৫০, ৫৮ এবং ৭৬ মিনিটে আরও তিনটি গোল করে নিজের একক নৈপুণ্যে নিশ্চিত করেন জয়ের পথ। এর মধ্যে একটি ছিল তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। একসময় নিষেধাজ্ঞা পাওয়া এই ফুটবলার চ্যাম্পিয়নশিপ ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন।

চ্যাম্পিয়নশিপে অংশ নেয় চারটি দল—বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ভারত শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় টুর্নামেন্টটি রাউন্ড রবিন ফরম্যাটে আয়োজিত হয়। ছয়টি ম্যাচে জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। নেপাল দ্বিতীয় ও ভুটান তৃতীয় হয়। শ্রীলঙ্কা ছয় ম্যাচেই হেরে টুর্নামেন্ট শেষ করে।

এই জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল আবারও প্রমাণ করল, নারীদের ফুটবলে তারা দক্ষিণ এশিয়ার সেরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট